Home বিনোদন ওমরা শেষে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওশীন

ওমরা শেষে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওশীন

SHARE

অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন মডেল ও অভিনেত্রী নওশীন। গতকাল মঙ্তলবার নিজেই ঘোষণাটি দিয়েছেন তিনি। অথচ, দীর্ঘ ১০ বছরের অভিনয়জীবনে প্রশংসা যেমন পেয়েছেন, সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

সঙ্গীত তারকা মিলার সাবেক স্বামী পারভেজ সানজারির সঙ্গে সম্পর্ক থাকা নিয়ে সর্বশেষ শিরোনামে আসেন নওশীন। সেই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।

এরই মধ্যে অভিনয় ছাড়ার ঘোসণা দেন নওশীন। তিনি বলেন, অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল অভিনয় অঙ্গন থেকে দূরে থাকার। নানা কারণে সেটা বাস্তবায়ন করতে পারছিলাম না। সম্প্রতি সে পরিকল্পনাটিই বাস্তবায়ন করেছি।

তিনি আরো বলেন, এখন থেকে আমাকে আর অভিনয়ে দেখা যাবে না। বর্তমানে আমার হাতে আর অভিনয়ের কোনো কাজ নেই। নতুন কোনো কাজেও যুক্ত হইনি। কিছুদিন আগে ওমরা হজ করে এসেছি। এরপরই অভিনয় থেকে সরে এসেছি। নিজের ইচ্ছাতেই এ সিদ্ধান্ত নিয়েছি।