Home খেলা বিশ্বকাপে উইকেট শিকারে দ্বিতীয় স্থানে মুস্তাফিজ

বিশ্বকাপে উইকেট শিকারে দ্বিতীয় স্থানে মুস্তাফিজ

SHARE

পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এর মধ্য দিয়ে বিশ্বকাপে দ্বিতীয় বারের মতো ৫ উইকেট নেন মুস্তাফিজ।

ফলে বিশ্বকাপে ২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তার সংগ্রহে ছিল ১৫ উইকেট।

চলতি আসরে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক।
এর আগে লর্ডসে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলে পাকিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩১৬ রান।