Home এইমাত্র রিজার্ভ ডেতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ

রিজার্ভ ডেতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ

SHARE

বৃষ্টিতে আজ মঙ্গলবার আর মাঠে গড়াচ্ছে না ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ। খেলা হবে আগামীকাল বুধবার রিজার্ভ ডেতে। এদিন যথারীতি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়ই শুরু হবে ম্যাচটি। আজ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই বুধবার খেলা শুরু হবে।টস জিতে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড। তারা ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করার পর হানা দেয় বৃষ্টি। সেই থেকে রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত বৃষ্টি থামা ও খেলা শুরুর বিষয়ে অপেক্ষা করা হয়। তবে কোনো সুসংবাদ না থাকায় তখন আজকের দিনের মতো খেলা স্থগিত করা হয়।রিজার্ভ ডেতে যদি খেলা একইভাবে পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে লিগ পর্বে পয়েন্ট তালিকায় উপরে থাকা দল যাবে ফাইনালে। তখন এই ম্যাচ থেকে ভারত সরাসরি ফাইনাল খেলবে।