Home রাজনীতি জাতীয় পার্টির বনানী অফিসে দু’পক্ষের মারামারি

জাতীয় পার্টির বনানী অফিসে দু’পক্ষের মারামারি

683
0
SHARE

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী অফিসে দু’পক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দেড়টার সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী বনানী অফিস থেকে বের হলে হঠাৎ করে সেখানে অবস্থান নেয়া কিছু নেতাকর্মী তাকে আক্রমণ করেন। এ সময় চিশতীও প্রতিরোধের চেষ্টা করেন।
এ বিষয়ে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি পার্টিকে শক্তিশালী করার জন্য বিভাগীয় কমিটি করার কথা বলেছিলাম। আমাদের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া যখন এ কমিটি আমার কাছে জমা দিতে আসে তখন প্রেসিডিয়াম সদস্য এর বিরোধীতা করেন এবং আমার সাথে অশোভন আচরণ করেন।

রেজাউল ইসলাম ভুইয়া এ প্রসঙ্গে বলেন, বর্তমানে দলের সর্ব্বোচ পদের অধিকারী জিএম কাদেরের সাথে ফয়সল চিশতী অশোভন আচরণ করলে আমি এর প্রতিবাদ করি। আমি বলেছি, এ ধরণের আচরণ মেনে নেয়া হবে না। এ বিষয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে যারা আক্রমণ করেছে তাদেরকেও আমি ছেড়ে দেইনি।