Home এইমাত্র দুদকের পরিচালক এনামুল বাছির গ্রেফতার

দুদকের পরিচালক এনামুল বাছির গ্রেফতার

SHARE

ঘুষ কেলেঙ্কারি মামলায় ডিআইজি মিজানুর রহমানের পর দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছিরও গ্রেফতার হলেন।

শেখ মো. ফানাফিল্যা নেতৃত্বাধীন দুদকের তদন্ত দলটি সোমবার রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বাছিরকে গ্রেফতার করে।

জানা গেছে, দুদক পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্যার নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর এনামুল বাছিরকে রমনা থানায় নেয়া হয়েছে।

এই মামলায় একদিন আগেই পুলিশ কর্মকর্তা মিজানকে গ্রেফতার দেখায় দুদক। তিনি অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগে থেকে কারাগারে রয়েছেন।