Home আন্তর্জাতিক ব্রাজিলে আটকা ইরানি জাহাজ, হুঁশিয়ারি ইরানের

ব্রাজিলে আটকা ইরানি জাহাজ, হুঁশিয়ারি ইরানের

SHARE

ইরানের দু’টি জাহাজে জ্বালানি সরবরাহ করছে না ব্রাজিল। ইরানি জাহাজ দুটি ইউরিয়া নিয়ে ব্রাজিলে গিয়েছিল। এদিকে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরান বলেছে, জ্বালানি না দিলে ব্রাজিলকে এর পরিণতি ভোগ করতে হবে।

তেহরান বলছে, ব্রাজিল থেকে বছরে যে ২০০ কোটি ডলার পণ্য আমদানি করা হয় তা বাতিল করা হবে।
ব্রাজিলের পেট্রোব্রাস তেল কোম্পানি ইরানি ওই জাহাজ দু’টিতে তেল সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ির বোলসোনারো গত শুক্রবার বলেছেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে স্থানীয় কোম্পানিগুলোকে সতর্ক করেছে সরকার।

তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করছেন। আটকা পড়া জাহাজ দু’টির একটিতে রয়েছে খাদ্যশস্য। জ্বালানি সরবরাহ না করার কারণে এটি দেশে ফিরতে পারছে না। ব্রাজিল থেকে খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে অন্যতম প্রধান দেশ হচ্ছে ইরান। ইরানি জাহাজকে জ্বালানি সরবরাহ করার বিষয়ে জটিলতা তৈরির কারণে এর মধ্যেই দেশটির কোনো কোনো কোম্পানি উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা মনে করছে, এতে ইরানের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বড় রকমের প্রভাব পড়বে।

বুধবার ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ আলী সকিয়ান ব্রাজিলের সরকারি কর্মকর্তাদেরকে বলেছেন, যদি জাহাজে তেল সরবরাহ করা না হয় তাহলে তেহরান সহজেই গম, সয়াবিন ও গোশতের জন্য নতুন সরবরাহকারী পেয়ে যাবে। বিষয়টির সমাধান ব্রাজিলের কর্মকর্তাদেরকেই করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র : পার্সটুডে