লঙ্কান শিবিরে দ্বিতীয় আঘাত হেনেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণি বল লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের (৩৬) ব্যাটের কানা ছুঁয়ে শর্ট ফাইন লেগে মুস্তাফিজুর রহমানের হাতে চলে যায়। এর সঙ্গেই ভেঙে যায় ৯৭ রানের দারুণ এক জুটি। ১৮.১ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১২৭ রান।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমে দলকে শুরুতেই সাফল্য এনে দেন ২১ মাস পর দলে ফেরা পেসার শফিউল ইসলাম। তার বলে দলীয় ১০ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম স্লিপ থেকে আভিস্কা ফার্নান্দোর (৭) ক্যাচ নেন সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশে জায়গা হয়নি তাসকিন আহমেদের। জায়গা পেয়েছেন রুবেল হোসন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন। তিনে ব্যাট করবেন প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাট করা মোহাম্মদ মিঠুন। অন্যদিকে চার পেসার নিয়ে আক্রমণ সাজিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। লাসিথ মালিঙ্গার বিদায়ী ওয়ানডেতে তার সঙ্গে পেস আক্রমণে আছেন নুয়ান প্রদিপ, লাহিরু কুমারা ও থিসারা পেরেরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদিপ, লাহিরু কুমারা, লাসিথ মালিঙ্গা।