পরিবেশের ভারসাম্য রক্ষায় বরিশাল জেলা জুড়ে খেজুর গাছের ১ কোটি বীজ বপন কার্যক্রমের উদ্ধোধন হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিন মাসব্যাপী এই কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি, পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি সহ অন্যান্যরা বাবুগঞ্জ উপজেলার পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে খেজুর গাছের বীজ বপন করেন।
আগামী ৩ মাসব্যাপী এই কর্মসূচির আওতায় জেরার সকল শিক্ষা প্রতিষ্ঠান চত্ত্বরে, বাড়ির আঙ্গিনায়, রাস্তার পাশে এবং পতিত জমিতে খেজুর গাছের বীজ বপন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।