বাগেরহাটের মোরেলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২) সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার মাকে সাথে নিয়ে আজ মঙ্গলবার দুপুরে হাজির হয়েছেন থানায়। ছাত্রীর অভিযোগ, খণিরখন্ড গ্রামের দুলাল হাওলাদারের ছেলে ভ্যান শ্রমিক মুজাহিদ(২২) বিভিন্ন সময় প্রতিবেশী এ ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণ করেছে। ফলে মেয়েটি এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মেয়েটির মা হাছিনা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ সম্পর্কে থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত মুজাহিদ হাওলাদারকে আটক করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
অভিযোগের বরাত দিয়ে এ কর্মকর্তা আরও বলেন, মেয়েটি ৫ম শ্রেণিতে থাকা অবস্থায়ই প্রথম ধর্ষিত হয়। ডেউয়াতলা কেসি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এ ছাত্রীটি বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা।