Home এইমাত্র টেস্টে বাড়তি ফি: ১৮ লাখ টাকা জরিমানা ৫ হাসপাতালকে

টেস্টে বাড়তি ফি: ১৮ লাখ টাকা জরিমানা ৫ হাসপাতালকে

596
0
SHARE

ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর পল্টন ও ফকিরাপুল এলাকার পাঁচটি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, পল্টন ও ফকিরাপুল এলাকায় ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতাল, আপন মেডিকেল সেন্টার, মেডিকাস ডায়াগনস্টিক সেন্টার, সোহাগ ডায়াগনস্টিক, ইসলামী স্পেশালাইজড অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার জন্য বাড়তি ফি আদায়সহ পরীক্ষা না করে রিপোর্ট দেওয়া, রিপোর্টে ডাক্তারের জাল সই, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী ও ওষুধ পাওয়াসহ নানা অনিয়ম দেখা গেছে।

এসব অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও দু’টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় র‌্যাব-৩ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ধারাবাহিকভাবে র‌্যাবের এ অভিযান পরিচালিত হবে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন সারওয়ার আলম।