Home এইমাত্র ইসিতে হিসাব দিল ৩৩ রাজনৈতিক দল

ইসিতে হিসাব দিল ৩৩ রাজনৈতিক দল

540
0
SHARE

নির্বাচন কমিশনে (ইসি) সময়মতো আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৩টি রাজনৈতিক দল। কমিশনে নিবন্ধিত আটটি দল এখনো জমা দিতে পারেনি। এর মধ্যে ৬টি দল হিসাব জমা দেওয়ার জন্য সময় চেয়েছে। আর দুটি দল নতুন হওয়ায় তারা আগামী বছর থেকে হিসাব দেবে বলে জানিয়েছে। এ বিষয়ে উপ-সচিব আবদুল হালিম খান এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন। ইসির কর্মকর্তারা জানিয়েছে, নির্বাচনী বছরে আয়-ব্যয় বেড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। ২০১৮ পঞ্জিকা বছরে আওয়ামী লীগের আয় হয়েছে ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা এবং ব্যয় হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা। দলের তহবিলে বর্তমানে ৩৭ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৫৮৭ টাকা উদ্বৃত্ত রয়েছে। বিরোধী দল জাতীয় পার্টিরও আয়-ব্যয় বেড়েছে। ২০১৮-২০১৯ সালে জাতীয় পার্টির আয় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার এবং ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকা। ইসির কর্মকর্তারা বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরে বিএনপির আয় বাড়লেও ব্যয় কমেছে। ২০১৮ সালে দলের আয় হয়েছে ৯ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৩৮০ টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা। দলীয় তহবিলে মোট উদ্বৃত্ত আছে ৬ কোটি ১৩ লাখ ২৭ হাজার ২৩৭ টাকা রয়েছে।