Home এইমাত্র সাকিব ইস্যুতে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত: মাহবুব আনাম

সাকিব ইস্যুতে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত: মাহবুব আনাম

SHARE

সাকিব আল হাসান সম্প্রতি রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলার চুক্তিবদ্ধ হয়েছেন। এমনিতেই রংপুরে আইকন ক্রিকেটার হিসেবে আছেন মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বেই শিরোপা জিতেছে রংপুর। সবশেষ আসরেও রংপুর রাইডার্সের নেতৃত্বে ছিলেন মাশরাফি। এখন সাকিব যোগ দেয়ায় রংপুরে দুইজন আইকন হলো।

অন্যদিকে সাকিব আল হাসান সবশেষ আসরে আইকন ক্রিকেটার হিসেবে ঢাকা ডায়নামাইটসের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি আসন্ন সপ্তম আসরের আগে ঢাকা ছেড়ে রংপুরে পাড়ি জমানোয় ঢাকায় কোনো আইকন ক্রিকেটার নেই।

রংপুরে দুইজন আইকন (মাশরাফি ও সাকিব) অথচ ঢাকা ডায়নামাইটসে একজনও নেই। সাকিব ঢাকা ছেড়ে চলে যাওয়ায় আইকনহীন হয়ে পড়েছে ডায়নামাইটস। এ ছাড়া চিটাগং ভাইকিংসের মালিকানা ছেড়ে দিচ্ছে ডিবিএল গ্রুপ। এ সব বিষয় নিয়ে শনিবার মিটিংয়ে বসেছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। সভা শেষে কিছু বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় যান ক্রিকেট বোর্ডের পরিচালকরা।

এদিন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম বলেন, আসলে সাকিব ঢাকা ছেড়ে রংপুরে চলে যাওয়ায় দুটি সমস্যা হয়েছে, এক রংপুরে দুইজন আইকন। অন্যদিকে ঢাকা ডায়নামাইটসে কোনো আইকন নেই। এই বিষয়টি নিয়ে আমরা বোর্ড পরিচালক ও ফ্রাঞ্চাইজির সঙ্গে আলোচনা শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। এ ছাড়া চিটাগং ভাইকিংসের নতুন ফ্রাইঞ্চাইজি নিয়েও সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলের সপ্তম আসরের আগেই মালিকানা ছেড়ে দিতে বিসিবিতে চিঠি দিয়েছে চিটাগং ভাইকিংসের ফ্রাঞ্চাইজি মালিক ডিবিএল গ্রুপ।

গত আসরে একেবারে শেষ মুহূর্তে মালিকানা ছাড়তে চেয়েছিলেন চিটাগং ভাইকিংসের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। এবার কী করবেন জানতে চাইলে ডিবিএল গ্রুপের এ চেয়ারম্যান সম্প্রতি যুগান্তরকে জানিয়েছিলেন, বিপিএলে দল চালানো অনেক ব্যয়বহুল। অনেক ব্যাপার জড়িয়ে থাকে এর সঙ্গে।