Home এইমাত্র ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪৯

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪৯

SHARE

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৬৪৯ জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৯৬৯ জন। ঢাকার বাইরে জেলা ও উপজেলা সদরে ভর্তি হয়েছেন ৬৮০ জন রোগী। রাজধানীর বাইরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৯০৫ জন। চিকিৎসাধীন আছেন ২৩৮১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫২৪ জন। সারা দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২২,৯১৯জন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিকালে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৮ জন। যদিও বেসরকারি হিসাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের কয়েকগুণ। মৃত্যুর সংখ্যাও অর্ধশতাধিক ছাড়িয়েছে। রোগী বাড়ায় হিমশিম খাচ্ছে সরকারি বেসরকারি হাসপাতাল। রাজধানী থেকে ডেঙ্গুর প্রকোপ ছড়ালেও এখন ঢাকার বাইরের জেলাগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। অন্তত ৩০টি জেলায় স্থানীয়ভাবে এডিশ মশার মাধ্যমে ডেঙ্গু আক্রান্তের তথ্য পাওয়া গেছে।