Home এইমাত্র ফুলবাড়িয়ায় গণধর্ষণ মামলার অন্যতম আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ফুলবাড়িয়ায় গণধর্ষণ মামলার অন্যতম আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

SHARE

ময়মনসিংহের ফুলাবাড়িয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জহিরুল (২০) নামের এক ব্যক্তি নিহত। পুলিশ বলছে, জহিরুল গণধর্ষণ মামলার অন্যতম আসামি। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়।

ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গত শনিবার রাত আটটার দিকে ফুলবাড়িয়ার পলাশতলি এলাকায় জহিরুলসহ তিনজন মিলে এক কিশোরীকে গণধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। উক্ত ঘটনায় ফুলবাড়িয়া থানায় মামলা হয়। সোমবার রাত আড়াইটার দিকে আসামিরা কালাদহ ঈদগার সামনে অবস্থানকালে ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতারের চেষ্টা করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশ শটগানের গুলি করলে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কৈয়ারচালা গ্রামের জহিরুলকে আহত অবস্থায় একটি পাইপগানসহ গ্রেফতার করা হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।