Home আন্তর্জাতিক অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন রাহুল

অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন রাহুল

695
0
SHARE

কাশ্মীর ইস্যুতে বিজেপির একতরফা সিদ্ধান্তের কারণে আর চুপ থাকতে পারলেন না নির্বাচনের পর দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করা রাহুল গান্ধী।কাশ্মীর সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার নির্বাহী ক্ষমতার অপব্যবহার করেছে এবং এর ভয়াবহ পরণতি হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন তিনি।

মঙ্গলবার এক টুইট বার্তায় রাহুল গান্ধী কশ্মীর সংক্রান্ত সংবিধানের বিশেষ অনুচ্ছেদ বাতিলের ঘটনাটিকে ওই অঞ্চলের মানুষের বিশেষ মর্যাদা হরণের অপচেষ্টা বলে অভিহিত করেছেন। গতকাল ভারত সরকার সংবিধানে প্রাপ্ত কাশ্মীরকে বিশেষ মর্যাদাদানকারী ওই অনুচ্ছেদটি বাতিল করে।

রাহুল গান্ধী বলছেন, ‘একতরফাভাবে জম্মু-কাশ্মীরকে সম্পূর্ণরুপে ধ্বংস কিংবা বিচ্ছিন্ন করা, নির্বাচিত জনপ্রতিনিধিদের কারাগারে পাঠানো এবং সংবিধান লঙ্ঘন করার মাধ্যমে কোনোভাবেই জাতীয় সংহতি শক্তিশালী করা যায় না।’