Home এইমাত্র সবকিছুরই একদিন হিসাব দিতে হবে: ফখরুল

সবকিছুরই একদিন হিসাব দিতে হবে: ফখরুল

59
0
SHARE

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথিবীতে আমরা কী করছি এর সবকিছুরই একদিন হিসাব দিতে হবে। ভালো কাজ করলে নিশ্চয়ই আল্লাহ পুরস্কৃত করবেন।

শনিবার ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি মরহুম গোলাম সারোয়ার রনজু চৌধুরীর দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মানুষ সারা জীবন বেঁচে থাকে না; কিন্তু ভালো কর্ম তাকে অমর করে রাখে। রনজু চৌধুরী ছিলেন তেমনই একজন মানুষ।

অনুষ্ঠানে জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি পয়গাম আলী, আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদসহ জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তৈমুর রহমান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গতকাল সকালে ঠাকুরগাঁওয়ে পৌঁছান। তিনি এখানেই কোরবানি দেবেন এবং ১৪ আগস্ট ঢাকার উদ্দেশে রওনা হবেন।