Home এইমাত্র পাটুরিয়ায় ফেরির অপেক্ষায় শত শত যানবাহন

পাটুরিয়ায় ফেরির অপেক্ষায় শত শত যানবাহন

SHARE

দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার পরিবহনের চাপ কমেনি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে হাঁপিয়ে ওঠছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

শনিবার রাত ১২টার দিকে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায় পাটুরিয়া ঘাটে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঘরমুখো যাত্রীদের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে অসুস্থ হয়ে পড়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের এ জি এম জিল্লুর রহমান বলেন, ঈদের বাকি আর মাত্র একদিন। শেষ সময়েও পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ কমেনি। যাত্রীবাহী পরিবহন তিন শতাধিক, ছোট গাড়ি (প্রাইভেট কার) চার শতাধিক এবং দেড় শতাধিক পণ্যবোঝাই ট্রাক পারাপারের জন্য অপেক্ষমান রয়েছে।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২০টি ফেরি দিয়ে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান