Home রাজনীতি পছন্দের খাবার নিয়ে খালেদাকে দেখতে হাসপাতালে স্বজনরা

পছন্দের খাবার নিয়ে খালেদাকে দেখতে হাসপাতালে স্বজনরা

51
0
SHARE

ঈদের দিন পছন্দের খবার নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়েছেন।

সোমবার বেলা দেড়টার দিকে পরিবারের ছয় সদস্য তার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান।

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি থেকে জেলে আছেন। অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তাকে গত ১ এপ্রিল বিএসএমএমইউতে নেওয়া হয়।

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বেলা দেড়টার দিকে পরিবারের ছয় সদস্য বিএসএমএমইউতে যান। খালেদার জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার দুই মেয়ে, খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ এস্কান্দার এবং তাদের ছেলে সাক্ষাতের অনুমতি পেয়েছেন।

ঈদ উপলক্ষে খালেদা জিয়ার সব পছন্দের খাবার নেওয়া হয়েছে বলেও জানান তিনি।