Home আন্তর্জাতিক কিশোরীকে খুঁজছে মালয়েশিয়ার ৩৫০ পুলিশ

কিশোরীকে খুঁজছে মালয়েশিয়ার ৩৫০ পুলিশ

SHARE

১৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নোরা কুয়োইরিন। যুক্তরাষ্ট্র থেকে মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলেন। মা-বাবার সঙ্গে এক রিসোর্টে ছিলেন। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ তিনি।

জানা গেছে, মালয়েশিয়া পুলিশের ৩৫০ সদস্য নোরাকে খুঁজে পেতে কাজ করছে। এমনকি, তার সন্ধান দিতে পারলে ১০ হাজার পাউন্ড (প্রায় ১০ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে নোরার পরিবার। চালু করা হয়েছে হটলাইন।
নোরার পরিবারের দাবি, নোরাকে অপহরণ করা হয়েছে। তবে মালয়েশিয়া পুলিশ বলছে, নোরা নিখোঁজ হয়ে থাকতে পারে।