ঈদুল আজহার আগের রাতে ও ঈদের দিন সকালে ডেঙ্গু আক্রান্ত শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। ঢাকা শিশু হাসপাতালে এক শিশু ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান।
ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ সফি আহমেদ বলেন, গতকাল রোববার রাতে এক ডেঙ্গু আক্রান্ত শিশু মারা যায়।
এ ছাড়া আজ ঈদের দিন সকালে রাজশাহীতে আবদুল মালেক (১৯) নামের একজন মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, আবদুল মালেক ঢাকা থেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। এরপর তিনি চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা নেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাজশাহী মেডিকেলে এনে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। আজ সকাল ১১টায় তিনি মারা যান।
এ নিয়ে প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২৬ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারি হিসেবে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা হলো ৪০।
স্বাস্থ্য অধিদপ্তর আজ সংবাদ সম্মেলনে জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ২ হাজার ৯৩ জন ভর্তি হয়েছে।