জাতীয় শোক দিবসে ঢাকাস্হ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর নেতাকর্মীদের জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ।
পনেরো আগষ্ট জাতীয় শোক দিবস । এ দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে একদল ঘাতক নিষ্ঠুর ভাবে হত্যা করে । বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এ দিনটি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যথাযোগ্য মর্যাদায় পালন করে ।
এ উপলক্ষে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ধানমন্ডি বত্রিশ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি জনাব ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান টনি , আবদুল মালেক, কার্যকরী সদস্য ইকবাল কবির, মোয়াজ্জেম হোসেন মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
ট্র্যাষ্ট নিউজ বিডি ডট কম –আবু কাউছার