Home এইমাত্র চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

SHARE

চট্টগ্রামের পটিয়ার আমজুর হাট এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আখতার হোসেন গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী দ্রুত গতির একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে খাদে পড়ে আরোহী দু’জনের মৃত্যু হয়।