পবিত্র হজ পালন শেষে বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইটে দেশে ফিরেছে ১২ হাজার ৫৫২ জন বাংলাদেশি হাজী। আর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গিয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮৯ জন বাংলাদেশি।
মৃতদের মধ্যে ৭৭ জন পুরুষ এবং ১২জন নারী। তাদের ৭৯ জন মক্কায়, ৯ জন মদীনায় এবং জেদ্দা একজন মারা গেছেন।
এ বছর সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ৫৯৮টি এজেন্সির মাধ্যমে ১লাখ ২৭হাজার ১৫২জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। যারা হজের আগেই মদীনা জিয়ারত সম্পন্ন করেছেন তারা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন আর যারা যাননি তারা মদীনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে মক্কা নগরী। মক্কার বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে প্রতিদিনই বিভিন্ন হোটেল ছাড়ছেন হাজীরা। কেউ মদীনা আবার কেউবা যাচ্ছেন জেদ্দা বিমান বন্দরের উদ্দেশে। আর যারা আরও কিছুদিন মক্কায় থাকার সুযোগ পাচ্ছেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদুল হারামে আদায় এবং কাবা শরীফ তাওয়াফ করে সময় পার করছেন।