Home আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা বৃদ্ধি, ভারত-পাক সেনাবাহিনীর গুলি বিনিময়

সীমান্তে উত্তেজনা বৃদ্ধি, ভারত-পাক সেনাবাহিনীর গুলি বিনিময়

SHARE
An Indian army soldier stands alert in a truck while travelling in a convoy in Srinagar on August 18, 2019. - Thousands of people have been detained in Indian Kashmir over fears of unrest since New Delhi stripped the restive region of its autonomy two weeks ago, government sources told AFP. A magistrate speaking to AFP on condition of anonymity said at least 4,000 people were arrested and held under the Public Safety Act (PSA), a controversial law that allows authorities to imprison someone for up to two years without charge or trial. (Photo by Punit PARANJPE / AFP)

জম্মু কাশ্মীরের রাজৌরিতে সীমান্তে ফের বোমা বর্ষণ। ভারত ও পাকিস্তানের সীমান্ত রক্ষীদের গোলাগুলিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে সীমান্তে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ভারতের অভিযোগ, কোনো প্ররোচনা ছাড়াই এলওসি’র ওপার থেকে হেভি শেলিং করতে শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। যদিও কিছু মুহূর্তে পাল্টা জবাব দেয় ভারত। শুরু হয় ক্রস বর্ডার ফায়ারিং। এখনও অবধি দু’তরফের কোনো ক্ষয়-ক্ষতির খবর মেলেনি। তবে দু’পক্ষের গোলাগুলিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে সীমান্তে।

কাশ্মীর ইস্যুতে সীমান্তে উত্তেজনা কমার বালাই নেই। উপরন্তু তা আগের থেকে বহুগুণ বেড়ে গেছে। তবে উদ্বেগের বিষয় হল, সংঘর্ষবিরতির ক্ষেত্রে পাকিস্তান এমন সব অস্ত্র ব্যবহার করছে যা সাধারণত যুদ্ধে ব্যবহার করা হয়। এবং সেনাছাউনি কম, সীমান্ত লাগোয়া বসতি এলাকাগুলো লক্ষ্য করে হেভি শেলিং করছে পাক সেনা। ফলে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছ। ক্ষয়-ক্ষতির বহর বাড়ছে।
সূত্র : কলকাতা ২৪*৭