Home আন্তর্জাতিক লাদেনপুত্র হামজার মৃত্যুর খবর নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

লাদেনপুত্র হামজার মৃত্যুর খবর নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

SHARE

আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পুত্র হামজার মৃত্যু নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার হামজার মৃত্যু খবর নিশ্চিত করেছেন। সম্প্রতি এক সাক্ষাত্‍‌কারে হামজা বিন লাদেনের মৃত্যু নিয়ে তাকে প্রশ্ন করা হলে, তিনি হামজার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

হামজার মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কী কোনও ভূমিকা ছিল? এ বিষয়ে মার্ক এসপারের কাছে জানতে চাওয়া হলে, বিষয়টি তিনি এক অর্থে এড়িয়ে যান। মার্কিন প্রতিরক্ষা সচিবের উত্তর, এ নিয়ে আমার কাছে বিশদ কিছু নেই। কিন্তু যদি থাকতও, তার কতটা আপনাদের সঙ্গে আলোচনা করতাম, সে বিষয়ে আমি নিশ্চিত নই।

গত জুলাই মাসের লাদেনপুত্র হামজা নিহত হওয়ার খবর ঘোষণা করে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে, তিনিও বিষয়টি এড়িয়ে যান।
গত ফেব্রুয়ারিতেই মার্কিন সরকার হামজার নামে আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল। ঘোষণায় বলা হয়েছিল, হামজা কোন দেশে, কোথায় রয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারলেই ১০ লক্ষ মার্কিন মিলিয়ন ডলার দেওয়া হবে।