রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে কিশোর গ্যাং ‘স্টার বন্ড’র ১৭ সদস্যকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে দণ্ড দিয়ে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) রাতে রায়েরবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে ‘স্টার বন্ড’ নামক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে আটক করা হয়েছে। তারা গ্যাং কালচারের নামে একটি গ্রুপ তৈরি করে ছিনতাই, মাদক সেবন-বিক্রিসহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত ছিল।
পরে আটক ১৭ জনের প্রত্যেককে এক বছর করে দণ্ড দিয়ে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।