হংকং জাতীয় দলের দুই ক্রিকেটারকে আজীবন বহিষ্কার করেছে আইসিসি। অপর এক ক্রিকেটারকে পাঁচ বছর নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ইরফান আহমেদ ও তার ভাই নাদিম আহমেদকে সোমবার আজীবন বহিষ্কার করে আইসিসি। একই সঙ্গে হাসিব আমজাদকে সব ধরনের ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ করে তারা।
গেল বছরের অক্টোবরে ফিক্সিংয়ের অভিযোগে এ তিন ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করে তদন্ত শুরু করে আইসিসি। তাতে বেরিয়ে আসে ২০১৪ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ড ও কানাডার বিপক্ষে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন তারা।
আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) মহাব্যবস্থাপক আলেক্স মার্শাল বলেন, এটি অনেক লম্বা ও জটিল তদন্ত ছিল। অবশেষে প্রমাণ হাতে এসেছে। তারা আন্তর্জাতিক ম্যাচকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। ম্যাচ ফিক্সাররা উচ্চপর্যায়ের খেলা পাতাতে না পেরে মধ্যম স্তরের ম্যাচে চেষ্টা করে যাচ্ছে। তাদেরই পাতা ফাঁদে পা দিয়েছে হংকংয়ের তিন ক্রিকেটার।