শনিবার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত এই তালিকায় জায়গা পেয়েছেন ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন। বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ মানুষ, যাদের ভবিষ্যত অনিশ্চিত।
বাদপড়া মানুষের সবাই আছে ঘোর সংশয়, উদ্বেগ ও আতঙ্কের মধ্যে।
এরই মধ্যে এনআরসি তালিকায় নাম নেই শুনেই রাজ্যের শোণিতপুর এলাকায় আত্মহত্যা করেছেন এক নারী।
জানা গেছে, আত্মহত্যা করা ওই নারীর বয়স ছিল ৬০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। এনআরসি তালিকায় তার নাম নেই জানতে পেরে বাড়িতে থাকা কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
সূত্র: ইন্ডিয়া টুডে