Home এইমাত্র পাকিস্তান সফরে অনিচ্ছুক শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক

পাকিস্তান সফরে অনিচ্ছুক শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক

272
0
SHARE

পাকিস্তানে খেলতে যেতে অনিচ্ছুক শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে। সফর সম্পর্কে করুণারত্নে ইতিমধ্যে তার আশঙ্কা শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) জানিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কা টি-টুয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গাও করুনারত্নের পথ অনুসরণ করবেন এবং সফর থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন।

চলতি মাসেই ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছেন লঙ্কানদের।
এসএলসি সিনিয়র খেলোয়াড়দের সাথে পরামর্শ না করেই পাকিস্তান সফরের অনুমোদন দিয়েছে। শ্রীলঙ্কার খেলোয়াড়রা এই সফরের সময়কাল নিয়ে উদ্বিগ্ন, কারণ গত এক দশক থেকে পাকিস্তানের মাটিতে আর কোনো আন্তর্জাতিক দল এত দীর্ঘ সময় অবস্থান করেনি। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন সেখানে সফরে যায়নি কোনো দল।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডোও খেলোয়াড়দের আশ্বাস দিয়েছেন যে, এই সফর নিয়ে তাদের ভয় কমিয়ে আনতে তিনি নিজেই তাদের সাথে পাকিস্তান সফর করবেন।

এর আগে পিসিবি এবং এসএলসি পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলোর সময়সূচী ঘোষণা দেয়। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং টেস্ট ম্যাচ হবে ডিসেম্বরে।