Home খেলা সেরেনার স্বপ্ন ভেঙে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিয়াঙ্কা

সেরেনার স্বপ্ন ভেঙে ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিয়াঙ্কা

SHARE

গ্র্যান্ড স্ল্যামের কোনো আসরে প্রথমবারের মতো ফাইনাল খেলতে নেমেই বাজিমাত করলেন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। প্রতিপক্ষ টেনিস কোর্টের সম্রাজ্ঞী সেরেনা উইলিয়ামসের রেকর্ড গড়ার স্বপ্ন ভেঙে ইউএস ওপেনের মেয়েদের এককে শিরোপা জিতেছেন কানাডার এই টিনএজার। এতে শনিবার রাতে ৩৭ বছরের সেরেনাকে টপকে বাজিমাত করেছেন ১৯ বছরের কানাডিয়ান সেনসেশন।

নিউ ইয়র্কে শনিবার রাতের ফাইনালে ৬-৩, ৭-৫ গেমে জিতেন আন্দ্রেয়েস্কো। ২০০৬ সালে মারিয়া শারাপোভার শিরোপা জয়ের পর প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখালেন ১৯ বছর বয়সী এই খেলোয়াড়।
টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার হাতছানিতে খেলতে নামা সেরেনার শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম সেট ৬-৩ গেমে হেরে পিছিয়ে পড়েন যুক্তরাষ্ট্রের এই ৩৭ বছর বয়সী তারকা।

২০১৭ সালে সন্তান জন্ম দেওয়ার পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন পূরণের লক্ষে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সেরেনা। ৫-১ গেমে পিছিয়ে থাকার পর টানা চার গেম জিতে ৫-৫ সমতা ফেরান। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে দুই গেম জিতে উচ্ছ্বাসে মাতেন আন্দ্রেয়েস্কো।