Home আন্তর্জাতিক ভারতের পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর নিজের করে নেওয়া: জিতেন্দ্র সিং

ভারতের পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর নিজের করে নেওয়া: জিতেন্দ্র সিং

SHARE
An Indian paramilitary trooper patrols at the top of a hill in Srinagar on August 25, 2019. (Photo by Tauseef MUSTAFA / AFP)

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ‘সরকারের পরবর্তী লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীরে ভারতের অংশ করে নেওয়া। এটা শুধুমাত্র আমি বা আমাদের সরকারের লক্ষ্য নয় বরবারই ভারতের লক্ষ্য এটাই। ১৯৯৪ সালে পি ভি নরসিংহ রাওয়ের আমলে সংসদে এনিয়ে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস হয়।’

মঙ্গলবার জম্মুতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দ্বিতীয় দফায় মোদী সরকারের একশো দিনে সবচেয়ে বড় সাফল্য হল ৩৭০ ধারা বিলোপ করা। এখন সরকারের পরবর্তি লক্ষ্য হল পাক অধিকৃত কাশ্মীর।
কাশ্মীরের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে জিতেন্দ্র সিং বলেন, উপত্যকা অবরুদ্ধ নয়। কারফিউও জারি করা হয়নি। সেখানে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। গত কয়েক বছরে সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল ৩৭০ ধারা বিলোপ করা। এতে জম্মু ও কাশ্মীরের মানুষ খুশি।