Home এইমাত্র ‘ছাত্রদলের কাউন্সিল পণ্ড হওয়ার পেছনে সরকারের হাত নেই’

‘ছাত্রদলের কাউন্সিল পণ্ড হওয়ার পেছনে সরকারের হাত নেই’

SHARE

আদালতের নির্দেশে ছাত্রদলের কাউন্সিল স্থগিতের পেছনে সরকারের কোনও হাত নেই বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগ এই দোয়া মাহফিলের আয়োজন করে।

দীর্ঘ ২৭ বছর পর আজ শনিবার ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার রাতে আমান উল্লাহ আমান নামে ছাত্রদলের সাবেক এক নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র সহকারী চতুর্থ জজ আদালত এই কাউন্সিলে স্থগিতাদেশ দেয়।

কাউন্সিল অস্থায়ী স্থগিতের পাশাপাশি এই ব্যাপারে বিএনপিকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। রাতেই আদালতের রায়ের কপি বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সরকারের হস্তক্ষেপেই আদালতের নির্দেশে ছাত্রদলের কাউন্সিল শেষ মুহূর্তে পণ্ড করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রদলের কাউন্সিল পণ্ড হওয়ার পেছনে আমাদের কোনও হাত নেই। এটা আদালতের নির্দেশে হয়েছে।’