জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কলেজছাত্রীকে টানা চার বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে উকিল উদ্দিন নামে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী। তবে অভিযোগের দায়েরের পরও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উকিল উদ্দিন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় উকিল উদ্দিন ওই ছাত্রীর গৃহশিক্ষক ছিলেন। প্রাইভেট পড়ানোর এক পর্যায়ে দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সর্ম্পক গড়ে উঠে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে তা ভিডিও ধারণ করেন উকিল উদ্দিন। এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গত ৪ বছর ধরে ধর্ষণ করে আসছে ওই শিক্ষক।
ধর্ষণের পাশাপাশি নগ্ন ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে সর্বশেষ ৩ লাখ টাকাও দাবি করে ধর্ষক উকিল উদ্দিন। ইতোপূর্বেও ভিডিও ও ছবি ব্যবহার করে পর্যায়ক্রমে ২ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন ওই কলেজছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রী ২৫ আগস্ট বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলেও উকিল উদ্দিনকে গ্রেফতার করতে পারেননি পুলিশ।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, ধর্ষক উকিল উদ্দিনকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।