Home অর্থ-বাণিজ্য এডিবির পূর্বাভাস : জিডিপি প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ

এডিবির পূর্বাভাস : জিডিপি প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ

245
0
SHARE

চলতি ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৯’-এর আপডেট প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শিল্পখাতের উন্নয়নের ফলে এ প্রবৃদ্ধি হবে বলে ধারণা করছে সংস্থাটি।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওস্থ এডিবির কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বক্তব্য রাখেন, সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

তিনি বলেন, এডিবি মনে করছে শিল্পখাতের উন্নয়নের ফলে এ প্রবৃদ্ধি হবে। বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে পণ্য রফতানিতে প্রায় ১০ শতাংশের উপরে জিডিপি অর্জন করেছে। এছাড়া এখানকার অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়নের ফলে এখানকার যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে, যার ফলে বাংলাদেশে ব্যাপক পরিমাণে বিদেশি বিনিয়োগ আসছে।

এজন্য দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর জিডিপি অর্জনে নিচের দিকে থাকলেও সব সেক্টরে ভালো করায় বাংলাদেশের অবস্থান উপরের দিকে আছে। তবে এটা ধরে রাখা হবে একটি বড় চ্যালেঞ্জ, বলেন তিনি।