Home এইমাত্র ২৩ লক্ষ টাকা সহ জেলা সঞ্চয় অধিদপ্তরের হাসান আটক

২৩ লক্ষ টাকা সহ জেলা সঞ্চয় অধিদপ্তরের হাসান আটক

SHARE

নওগাঁয় ৬০ গ্রাহকের আমানতের ২কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদক রাজশাহীর সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে দূর্নীতি দমন কমিশন (দুদক) জেলা সঞ্চয় অধিদপ্তরের উচ্চমান সহকারী হাসান আলীকে ২২লক্ষ ৮৭ হাজার টাকা সহ আটক করেছে। বুধবার বিকেলে জেলা সঞ্চয় অধিদপ্তরের এ অভিযান চালিয়েছে দুদক। অভিযানের সময় তারা জেলা সঞ্চয় অধিদপ্তরের উচ্চমান সহকারী হাসান আলীকে ২২লক্ষ ৮৭ হাজার টাকা সহ আটক করে আটক হাসান আলী জেলার বদলগাছী উপজেলার পাথরাবাড়ী গ্রামের মোঃ তছির উদ্দিনের ছেলে । তাকে সন্ধ্যালগ্নে দুদক নওগাঁ সদর মডেল থানায় সোর্পদ করলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। উদ্ধারকৃত টাকা আত্মসাতকৃত টাকার অংশ বলে মনে করছেন দুদক রাজশাহীর সহকারী পরিচালক আলমগীর হোসেন।

এর আগে গত ২৫ জুন উল্লেখিত টাকা আত্মসাতে জড়িত থাকায় জেলা সঞ্চয় অধিদপ্তরের অফিস সহায়ক সাদ্দাম হোসেনকে আটক করে দুদক। গত জুন মাসে বিভাগীয় অডিটে এই অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে নওগাঁ সঞ্চয় অধিদপ্তরের ভারপ্রাপ্ত সঞ্চয় কর্মকর্তা নাসির হোসেন বাদি হয়ে হত ১৫ জুন জেলা সঞ্চয় অধিদপ্তরের অফিস সহায়ক সাদ্দাম হোসেনকে আসামী করে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন।

দুদক রাজশাহীর সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন,এই মামলাটি বর্তমানে তদন্ত করছে দুদক। আটক সাদ্দাম হোসেনকে পরবর্তীতে রিমাডে নিয়ে ব্যাপক জিঙ্গাসাবাদ করে দুদক। তার দেয়া তথ্য ও গোয়েয়ন্দা তথ্যেও ভিত্তিত্বে বুধবার অভিযান চালিয়ে আটক করা হয়েছে হাসান আলীকে। হাসান আলীকে নওগাঁ সদর মডেল থানায় সোর্পদ করলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।