কাশ্মীর নিয়ে উত্তেজনাকে কেন্দ্র করে ভারতে হামলা চালাতে পারে পাকিস্তান- এমনটাই আশঙ্কা করছে ভারত। ভারতের মনে করছে নৌ মহড়ার আড়ালে আক্রমণ চালাতে পারে পাকিস্তানবাহিনী। ফলে উত্তর আরব সাগরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে যুদ্ধবিমান, রণতরী ও সাবমেরিন মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী।
জানা যায়, সম্প্রতি পণ্যবাহী জাহাজগুলোর উদ্দেশে সতর্কতা জারি করেছে ইসলামাবাদ। পাকিস্তান প্রশাসন জানিয়েছে, ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর উত্তর আরব সাগরে নৌ মহড়া চালাবে তারা। তাই এই সময়ে পণ্যবাহী জাহাজগুলোকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
পাকিস্তানের এমন ঘোষণার পরই নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। কারণ নৌ মহড়ার আড়ালে পাকিস্তান হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ নৌ কর্মকর্তা জানিয়েছেন, রিবাৎ-এর মতো এই নৌ মহড়া প্রতি বছর চালায় পাকিস্তান। তবে এবার পরিস্থিতি অত্যন্ত জটিল।