Home বিনোদন কুমিল্লায় শচীন দেব বর্মণের জন্মদিন পালিত

কুমিল্লায় শচীন দেব বর্মণের জন্মদিন পালিত

SHARE

কুমিল্লায় সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণের ১১৩তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার নগরীর উত্তর চর্থায় শচীন দেবের পৈত্রিক বাড়িতে তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। পরে নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র, জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা কালচারাল কমপ্লেক্স, ইউসুফ হাইস্কুলসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।

পরে উপস্থিত সবাই ‘আমি তাক ধুম তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল’ তাঁর এই কালজয়ী গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন।

এদিকে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মাদ ফারাবী জানান, আগামী ৩১ অক্টোবর শচীনের মৃত্যু বার্ষিকীকে সামনে রেখে আগামী ২৫ ও ২৬ অক্টোবর কুমিল্লায় শচীন মেলার উদযাপনের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, শচীন দেব বর্মণ ১৯০৬ সালের পহেলা অক্টোবর কুমিল্লা শহরের উত্তর চর্থায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হরে ভারতের মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন। শচীন দেব বর্মণ ভারতীয় উপমহাদেশের সংগীত জগতের এক কিংবদন্তীর নাম। যিনি এস ডি বর্মণ হিসেবেই পরিচিত। তার বাড়িটিতে স্মৃতি যাদুঘর করার কথা থাকলেও সেটি এখনও বাস্তবায়ন হয়নি।