Home রাজনীতি খালেদাকে দেখতে প্রধানমন্ত্রীকে হাসপাতালে যাওয়ার অনুরোধ হারুনের

খালেদাকে দেখতে প্রধানমন্ত্রীকে হাসপাতালে যাওয়ার অনুরোধ হারুনের

SHARE

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় অত্যন্ত মানবতের জীবন যাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে হাসপাতালে দেখতে যান তাহলে তিনি মানবিক কারণেই বিএনপি চেয়ারপর্সনকে মুক্তি দেয়ার ব্যবস্থা করবেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তিনি আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সাথে দেখা করেছেন। এমনকি প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে জানানো হয়েছে। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে এখনও কোন ইতিবাচক সাড়া না পেলেও তিনি বিএনপি চেয়ারপার্সনের মুক্তির ব্যাপারে আশাবাদি।