Home এইমাত্র কেন্দ্রীয় কারাগারে সম্রাট

কেন্দ্রীয় কারাগারে সম্রাট

230
0
SHARE
Rapid Action Battalion (RAB) escort ruling party leader Ismail Hossain Samrat following his arrest in Dhaka on October 6, 2019. - A prominent Bangladesh ruling party politician with alleged links to the capital's underworld was arrested on October 6 in a sweeping anti-graft drive championed by the prime minister, amid corruption accusations against her government. (Photo by STRINGER / AFP)

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ধারা ৩৪(খ) এর আওতায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের হবে।

দণ্ডপ্রাপ্ত সম্রাটকে এরইমধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। রবিবার রাত ৮টা ২০ মিনিটে তাকে কারাগারে নেয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ের ভূইয়া ম্যানশনে তার কার্যালয়ে ঢোকেন র‌্যাব সদস্যরা।
এসময় সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা, ১৫ বোতল বিদেশি মদ, কয়েকটি ইলেক্ট্রিক টর্চার মেশিন, চাইনিজ পিস্তল, ৫ রাউন্ড গুলি, ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করে র‌্যাব।

ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় আত্মগোপনে থাকা সম্রাটকে। তার সঙ্গে আরমান নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। পরে ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করে র‌্যাব।