ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করেছে র্যাব।
চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব-১।
‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে আলোচিত এই যুবলীগ নেতাকে কুঞ্জশ্রীপুর গ্রামের পরিবহন ব্যবসায়ী মনির চৌধুরীর বাড়ি থেকে তার সহযোগী আরমানসহ গ্রেফতার করা হয়।
জানা গেছে, কয়েক দিন ধরে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন সম্রাট। ধারণা করা হচ্ছে, তিনি চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ১২টার পর কুঞ্জশ্রীপুর গ্রামটি ঘিরে ফেলে র্যাবের বিশেষ একটি দল। গ্রামটিতে কয়েক ঘণ্টার অভিযান চালান র্যাব সদস্যরা।
অভিযানের সময় ওই গ্রামে কাউকে ঢুকতে দেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা। পরে ভোর ৫টার দিকে পরিবহন ব্যবসায়ী মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র্যাব।