বাংলাদেশে এখনও প্রতি ৪ জনে একজন মানুষ দারিদ্রের মধ্যে বাস করছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি প্রধান মার্সি টেম্বন। তিনি বলেছেন, জিডিপি প্রবৃদ্ধি দ্রুত বাড়লেও দারিদ্র বিমোচনের গতি ততটা দ্রুত নয় উত্তরের জেলাগুলোতে।
সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট’ নামে বিশ্বব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়।
বিশ্বব্যাংকের কান্ট্রি প্রধান বলেন, জোরালো অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশে দারিদ্র্য কমাচ্ছে। তবে দারিদ্র্য কমছে তুলনামূলক কম গতিতে। ২০১০ সাল থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়লেও দারিদ্র্য বিমোচনের গতি কমছে। দারিদ্রতা সবচেয়ে দ্রুত কমছে ঢাকা ও সিলেটে। রংপুরে দারিদ্রতা বাড়ছে। চট্টগ্রামে কমছে সবচেয়ে কম গতিতে।