৯ই অক্টোবর-২০১৯ বিকেল ৫.০০ টায় ঢাকা চারুকলা ইনস্টিউটের জয়নুল আর্ট গ্যালারিতে বাংলাদেশ ও ভারতের নবীন-প্রবীণ চিত্র শিল্পীদের এক যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এই যৌথ চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের দশ জন চিত্র শিল্পী ও ভারতের দশ জন চিত্র শিল্পী অংশগ্রহন করেন। প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সমরজিৎরায় চৌধুরী, ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান , অধ্যাপক নিসার হোসেন , লায়ন মো মজিবুর রহমান হাওলাদার, ইকবাল কবির ও আরো অনেকে।
প্রদর্শনী আয়োজন ও পরিচালনা করেন বাংলাদেশের চিত্রশিল্পী জিএম জোয়ারদার । প্রদর্শনীতে ২০ জন চিত্রশিল্পীর ৪২ টি চিত্রকর্ম স্থান পেয়েছে। জলরং, মিশ্র মাধ্যম, অয়েল কালার, এক্রেলিক, কালি-কলম, ও হ্যান্ডলুমের মাধ্যমে কাজগুলো করা হয়।