Home অর্থ-বাণিজ্য অর্থনীতিতে নোবেল পাওয়া দ্বিতীয় বাঙালি অভিজিৎ ব্যানার্জি

অর্থনীতিতে নোবেল পাওয়া দ্বিতীয় বাঙালি অভিজিৎ ব্যানার্জি

SHARE

এ বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি, অ্যাস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমার। অভিজিৎ ব্যানার্জি দ্বিতীয় হলেন বাঙালি, যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।

এর আগে, দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
একই সঙ্গে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন অভিজিৎ ব্যানার্জির স্ত্রী আস্থার ডাফলো। পুরস্কৃত হয়েছেন আমেরিকান অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার।

নোবেল কমিটি জানাচ্ছে, বিশ্বের দারিদ্র্য দূরীকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।