মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এ মামলায় ৬ আসামির মধ্যে রঞ্জু মিয়া গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আর পলাতক রয়েছেন আবদুল জব্বার (৮৬), জাফিজার রহমান খোকা (৬৪), আবদুল ওয়াহেদ মণ্ডল (৬২) ও মমতাজ আলী বেপারি মমতাজ (৬৮)। এছাড়া পলাতক অবস্থায় আজগর হোসেন খান মারা যান।
আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে হত্যা-গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ, ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের ৪টি অভিযোগ আনা হয়েছে।