সাতক্ষীরার দেবহাটায় প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে তিন বন্ধুকে নিয়ে গণধর্ষণ করার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন ওই তরুণীর প্রেমিক উপজেলার গোবরাখালী গ্রামের আছাফুর সরদারের ছেলে আবু সুফিয়ান (২৭) ও একই গ্রামের শিক্ষক মোশারফের ছেলে জিল্লুর রহমান (২৮)।
সোমবার সন্ধ্যায় দেবহাটা উপজেলার গোবরাখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র।
এর আগে, গত শনিবার দুপুরে বিয়ে করবেন বলে মেয়েটিকে বাড়িতে ডেকে এনে বন্ধুদের নিয়ে প্রেমিকা ধর্ষণ করে আবু সুফিয়ান।
দেবহাটা থানার ওসি (তদন্ত) বলেন, ওই তরুণীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল আবু সুফিয়ানের। বিয়ের কথা বলে গত শনিবার দুপুরে মেয়েটিকে বাড়িতে ডেকে আনে আবু সুফিয়ান। এরপর বন্ধুদের সঙ্গে নিয়ে মেয়েটিকে গণধর্ষণ করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে চারজনের নামোল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় আবু সুফিয়ান ও জিল্লুকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।