Home আন্তর্জাতিক সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩৫ ওমরাহযাত্রী নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩৫ ওমরাহযাত্রী নিহত

SHARE

সৌদি আরবের মদিনার কাছে একটি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। বুধবার এ দুর্ঘটনা ঘটেছে বলে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ ও গালফ নিউজ জানিয়েছে।
মদিনা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে হিজরা রোডে স্থানীয় সময় বুধবার রাত ৭টায় এ দুর্ঘটনা ঘটে। ওমরাহযাত্রীবাহী বাসটি একটি লোডারের সাথে থাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে।দুর্ঘটনার সাথে সাথে বাসটিতে আগুন ধরে যায়।

সংবাদসংস্থার খবর অনুযায়ী, হতাহতরা এশিয়া ও বিভিন্ন আরব দেশের নাগরিক।
এর আগের খবরে বলা হয়েছিল যে ৩৬ জন মারা গেছে।