Home খেলা গুলশানে সাকিব-তামিমদের ১৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন

গুলশানে সাকিব-তামিমদের ১৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন

161
0
SHARE

আন্দোলনরত ক্রিকেটাররা সাংবাদিক সম্মেলনে কোয়াব কর্মকর্তাদের পদত্যাগ ও প্রফেশনাল ক্রিকেট অ্যাসোশিয়েশন গঠনসহ ১৩ দফা দাবি উত্থাপন করেছে। এ দাবিগুলো তাদের পক্ষ থেকে তাদের আইনজীবী উত্থাপন করেছেন।

বুধবার সন্ধ্যা ৬টায় গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন ডাকেন আন্দোলনরত ক্রিকেটাররা।

দাবিগুলো হলো-

১। ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান সদস্যদের পদত্যাগ করতে হবে। এই সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে প্রফেশনাল ক্রিকেটার অ্যাসোসিয়েশন নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠিত করতে হবে। ক্রিকেটাররা নির্বাচন করেই তাদের ঠিক করবেন। পেশাদার ক্রিকেটারদের স্বার্থ নিয়ে তারা কাজ করবে।

২। ঢাকা প্রিমিয়ার লিগসহ ঢাকার অন্য লিগগুলো আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। প্লেয়াররা যাতে নিজের পছন্দে ক্লাব চয়েস করতে পারে।

৩। বিপিএল আগামী বছর থেকে আগের নিয়মে নিতে হবে। প্লেয়ার কেনার ক্ষেত্রে। আর বিদেশি ও দেশি ক্রিকেটারদের মধ্যে বৈষম্য দূর করতে হবে।

৪। প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ১ লাখ টাকা দিতে হবে এবং পারিশ্রমিক আরও বাড়াতে।

৫। খেলার সুবিধা আরও বাড়াতে হবে।

৬। জাতীয় ক্রিকেটের চুক্তিতে খেলোয়াড় বাড়াতে হবে।

৭। স্টাফ, গ্রাউন্ডসম্যান, কোচিং স্টাফদের বেতন ও সুবিধা বাড়াতে হবে। বিদেশিদের মতো বিবেচনা করতে হবে।

৮। লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচ ও টুর্নামেন্টে বাড়াতে হবে। এছাড়া ঘরো টি-টোয়েন্টি টুর্নামেন্টও বাড়াতে হবে।

৯। ঘরোয়া ক্রিকেটে ক্যালেন্ডার করে তা মেনে খেলতে হবে।

১০। খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধ করতে হবে সময় মতো।

১১। দুটির বেশি ফ্র্যাঞ্চাইজেত খেলতে দিতে হবে।

১২। ক্রিকেটের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ক্রিকেটের আয়ের একটা অংশ ক্রিকেটারদের দিতে হবে।

১৩। নারী ক্রিকেটারদের তাদের ন্যায্য হিস্যা দিতে হবে।

এর আগে গত সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট ব্যবস্থাপনার প্রতি অনাস্থা প্রকাশ করে ১১ দফা দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। আর এসব দাবি না মানা পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিরতিতে থাকবেন জাতীয় দল ও জাতীয় দলের বাইরে থাকা সব ক্রিকেটাররা।

ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে হাজির হয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন দাবি করেন, ক্রিকেটারদের দাবিগুলো ‘অযৌক্তিক’। শুধু তাই না, তার মতে এসব করা হচ্ছে দেশের ক্রিকেটকে ধ্বংস করার উদ্দেশ্যে।