Home আন্তর্জাতিক ইরাকে ফের বিক্ষোভ-সংঘাত, নিহত ৪০

ইরাকে ফের বিক্ষোভ-সংঘাত, নিহত ৪০

SHARE

ইরাকের রাজধানী বাগদাদে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। কয়েকদিন বিরতির পর শুক্রবার আবার বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হয়। এতে এক দিনেই নিহত হয়েছে অন্তত ৪০ জন। তবে সরকারি সূত্রে নিহতের সংখ্যা ৩০ বলা হয়েছে।

বাগদাদ ছাড়াও দেশের বিভিন্ন স্থানেও এদিন বিক্ষোভ হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি, বেকারত্ব এবং নাগরিক সেবা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে দেশটির মানুষ বিশেষ করে তরুণরা ইরাকের রাজপথে এ মাসের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। তারা এসব সমস্যার সমাধান চায়। কিন্তু সরকারি নিরাপত্তা বাহিনীর বিক্ষোভ দমনাভিযানে দেড় শতাধিক মানুষ নিহত হয়।

নিরাপত্তা বাহিনীর ব্যাপক প্রতিরোধে শত শত মানুষ নিহত হওয়ার পর বিক্ষোভ কিছুদিনের জন্য স্থগিত করার ঘোষণা আসে। তবে এও জানানো হয়, বিক্ষোভ ফের শুরু হবে। তারই প্রেক্ষিতে গতকাল শুক্রবার বাগদাদের গ্রিন জোন থেকে বিক্ষোভ ফের শুরু হলে তা এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভ শুরু হওয়া মাত্রই ইরাকের পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে। ইরাকি অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেয়া তথ্য অনুযায়ী, গতকালের এই বিক্ষোভে বাগদাদসহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বাশরা, মায়াসান, ধিকার এবং মুত্থানায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।