ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২১ জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তিনটির বেশি সভায় অনুপস্থিত থাকার কারণে তাদের এই নোটিশ দিয়েছে ডিএসসিসি।
ডিএসসিসির গণসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় রবিবার গণমাধ্যমকে বলেন, গত ২৩ অক্টোবর ডিএসসিসি সচিব স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ দেয়া হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে কাউন্সিলরদের চিঠির জবাব দিতে বলা হয়েছে।
এর আগে একই কারণে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদকে শোকজ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কাউন্সিলরের জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাকে জনপ্রতিনিধির পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) টানা তিন সাধারণ সভায় অনুপস্থিত থাকায় ১৪ কাউন্সিলরকে কারণ দর্শাতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের সিটি কর্পোরেশন আইনে বলা হয়েছে, যুক্তিসঙ্গত কারণ ছাড়া সিটি কর্পোরেশনের পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে মেয়র ও কাউন্সিলরকে অপসারণ করা যাবে।