প্রবাসীদের জীবনে একটি অভিশাপের নাম প্রতারণা। সূত্রে জানা গেছে, থাইল্যান্ডের “পাতায়া” শহরে কোনো না কোনোভাবে প্রতারক আকবর এর কাছ থেকে প্রতারিত
হয়নি এমন প্রবাসী খুঁজে পাওয়া কঠিন। বিদেশের বাজারে চাকুরী খুঁজতে গিয়ে এজেন্সীর
দালাল,পাসপোর্ট, ইমিগ্রেশন-সহ প্রতিটি ক্ষেত্রেই তাঁরা হয়রানি হচ্ছেন। লাখ-লাখ
টাকা ব্যয় করে স্বচ্ছলতার সুখের স্বপ্নে প্রবাসে গিয়েও নিরবে চোখের জল ফেলছেন।
ব্যবসা-বাণিজ্য করতে গিয়ে এক শ্রেণির চতুর-ধান্দাবাজ প্রতারকের খপ্পর হতেও
রেহাই মিলছেনা সহজ-সরল প্রবাসী বাংলাদেশীদের।
ধারাবাহিক খবর আসছে………
–ফজলে রাব্বি